Logo

খেলাধুলা    >>   বার্সেলোনার দুর্দান্ত জয়, রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ শিরোপা

বার্সেলোনার দুর্দান্ত জয়, রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ শিরোপা

বার্সেলোনার দুর্দান্ত জয়, রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ শিরোপা

সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে রবিবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হলো বছরের প্রথম এল ক্লাসিকো। স্প্যানিশ সুপার কাপের এই ফাইনালে দারুণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির জন্য এটি তাদের ১৫তম স্প্যানিশ সুপার কাপ জয়।

ম্যাচের শুরুর পাঁচ মিনিটেই রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। মাঝমাঠ থেকে ভিনিসিউস জুনিয়রের পাসে একক নৈপুণ্যে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তবে সেই লিড ধরে রাখতে পারেনি আনচেলত্তির দল। এরপর শুরু হয় বার্সেলোনার দাপট।

ম্যাচের ১৪তম মিনিটে ইয়ামাল দুর্দান্ত থ্রু বল থেকে গোল করে বার্সাকে সমতায় ফেরান। এরপর ৩৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে লিড এনে দেন রবার্ট লেভানডোভস্কি। তিন মিনিট পর জুলস কুন্দের ক্রসে চমৎকার হেডে গোল করেন রাফিনিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন বালদে।

দ্বিতীয়ার্ধে বার্সার আক্রমণ আরও তীব্র হয়। ৪৮তম মিনিটে কাসাদোর পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। রিয়াল ম্যাচে ফেরার চেষ্টা করলেও বার্সার রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি আসে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর ফ্রি কিক থেকে।

রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধ নেওয়ার একটি সুযোগ। কিন্তু প্রতিরোধ তো দূরে থাক, বার্সার আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। দলের এমন পারফরম্যান্সে হতাশ কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, "এটা আমাদের জন্য খুবই খারাপ একটি রাত। আমরা ভীষণ হতাশ। প্রথমার্ধে আমরা বাজেভাবে ডিফেন্ড করেছি। প্রবল চাপের মুখে ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি।"

তিনি আরও যোগ করেন, "আমাদের পরিকল্পনা ছিল ছোট পাসে খেলা। কিন্তু আমরা লং বল খেলেছি। এটি আমাদের মূল পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।"

বার্সেলোনার এই জয় শুধু শিরোপা জয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই ম্যাচের মধ্য দিয়ে তারা টানা দুটি ক্লাসিকোতে অন্তত চার গোল করার কীর্তি গড়েছে। ১৯৬৩ সালে রিয়াল মাদ্রিদের পর এবারই প্রথম কোনো দল ক্লাসিকোতে এমন কৃতিত্ব দেখাল।

মরুর বুকে আয়োজিত এই ফাইনালে কাতালানদের জয় স্পষ্টভাবে বার্সার শক্তিমত্তা ও ধারাবাহিকতার প্রতিফলন। ফুটবলপ্রেমীদের জন্য এটি ছিল একটি রোমাঞ্চকর রাত। বিশেষ করে বার্সা সমর্থকদের জন্য, যারা দীর্ঘদিন ধরে এমন একটি জয় উপভোগের অপেক্ষায় ছিলেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert